Home / বিনোদন / ক্রাশ’ বলায় শ্রাবন্তীকে যে জবাব দিলেন শহিদ কাপুর

ক্রাশ’ বলায় শ্রাবন্তীকে যে জবাব দিলেন শহিদ কাপুর

ক্রাশ’। সময়ের বেশ ট্রেন্ডি একটি শব্দ। যত্রতত্রই আজকাল শোনা যায় নানাজনের উপর ক্রাশ খাচ্ছেন। মূ’লত কারো প্রতি বিশেষ দু’র্বলতা বা মুগ্ধতাই ক্রাশের কারণ। অনেক সময় ক্রাশকে প্রেমের প্রাথমিক স্তরও বলা হচ্ছে।

জানা গেল কলকাতার অভিনেত্রীর সেই বিশেষ মানুষটির নাম। এমনিতে তৃতীয় সংসার ভাঙা নিয়ে বিতর্কে থাকলেও শ্রাবন্তী আছেন আপন খেয়ালেই। দিব্যি ঘুরছেন-ফিরছেন, শুটিং করছেন। সময় করে ক্রাশও খাচ্ছেন! সেই ক্রাশ আর কেউ নন! বলিউড সুপারস্টার শহীদ কাপুর।

সোশাল মিডিয়ায় সরব শ্রাবন্তী নিজেই এ কথা জানালেন। শহীদ কাপুরের জ’ন্ম’দিনে এক টুইট বার্তায় তাকে ‘ক্রাশ’ দাবি করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জ’ন্ম’দিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সবসময়ের ক্রাশ।

শ্রাবন্তীর এই শুভেচ্ছা নজর এড়ায়নি শহীদ কাপুরের। পোস্টের উত্তরে তাকে ধ’ন্যবাদ জানিয়েছেন নায়ক। আর এতে খুশিতে রীতিমত বাক বাকুম করছেন শ্রাবন্তী।

প্রস’ঙ্গত, শ্রাবন্তী বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। উত্তম কুমারের আসন্ন বায়োপিকে গৌরী দেবীর চরিত্রে অভিনয় করতে চলেছেন। বাংলাদেশের দুটি সিনেমাতেও দেখা মিলবে তার।

আমার স্ত্রী-ছেলে-নতুন বৌমা সবাই অ’সুস্থ : ওমর সানী

সপ্তাহ খানেক আগেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানী দম্পতির একমাত্র ছেলের বিয়ে সম্পন্ন হয়েছে।

কানাডাপ্রবাসী কুমিল্লার মে’য়ে আয়েশাকে ছেলের বউ হিসেবে ঘরে আনেন তারা। সেই আ’নন্দের রেশ কাটতে না কাটতেই এবার মৌসুমী, ছেলে এবং পুত্রবধূর অ’সুস্থতার খবর জানালেন ওমর সানী।

ওমর সানী তার ফেসবুকে লিখেছেন,`আমার স্ত্রী আমার ছেলে নতুন বৌমা বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন আমার প্রিয় জন কিছু মানুষ , সবাই অ’সুস্থ, আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়,

আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে। আজকে পরিচালক সমিতির নির্বাচন যাচ্ছে মৌসুমী ভোট দিতে পারল না বলে সব পরিচালকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা পাশ করবেন তাদের জন্য অভিনন্দন।`

গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয় মৌসুমী ও ওমর সানী দম্পতির একমাত্র ছেলের বিবাহ সম্পন্ন হয়েছে। নতুন বউমাকে পেয়ে ওমর সানী-মৌসুমী ভীষণ খুশি একথাও জানিয়েছেন গণমাধ্যমে।

ছেলের বিয়ের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করেই কদিন ধরে বেশ ব্যস্ততায় কে’টেছে এই তারকা দম্পতির। তারপর থেকেই নাকি একে একে সবাই অ’সুস্থ হয়ে পড়েন। ক’রোনার উপসর্গ আছে মনে করে তারা সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।

About admin

Check Also

এতোদিন চুপ থাকলেও অবশেষে ডিপজলের স’ঙ্গে ‘প্রে’ম’ নিয়ে মুখ খুললেন অ’ভিনেত্রী রেসি

এতোদিন চুপ থাকলেও অবশেষে ডিপজলের স’ঙ্গে ‘প্রে’ম’ নিয়ে মুখ খুললেন অ’ভিনেত্রী রেসিঅন’স্ক্রি’নে বহুবা’র ডি’প’জল-রে’সির রো’মা’ন্স …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *