Home / লাইফস্টাইল / বউ গেছে বাপের বাড়ি, শো’কে ৫০ ফুট গাছের ডালে স্বা’মী!

বউ গেছে বাপের বাড়ি, শো’কে ৫০ ফুট গাছের ডালে স্বা’মী!

অনেক সময় বউ বাবার বাড়ি গেলে স্বা’মী খুব খুশি হয়। আর এই খুশিতে যা মনে চায় তাই করে। এমন নানান মজাদার মিম ভিডিও বা ছোট কৌতুক মেসেজ ইন্টারনেটে প্রায়ই ঘুরতে দেখা যায়।

তবে বউ বাবার বাড়ি চলে গেছে বলে ৫০ ফুট উঁচু গাছে স্বা’মী উঠে বসে থাকে এমন কথা কখনো শুনেছেন? কি শুনে চমকে গেলেন নিশ্চয়? চমকে যাওয়ারই কথা। এমন কাণ্ড ঘটিয়েছেন ভারতের রাজস্থানের লোররাম ভদোরিয়া নামক এক যুবক।

জানা যায়, ওই যুবকের স্ত্রী বাবার বাড়ি গিয়েছে। বাবার বাড়ি থেকে গত দুই বছর ধরে আসে না। সেখানেই থাকছেন তিনি। এরপর ক্ষো’ভে ও হতাশায় যুবক উঠে পড়লেন একটি গাছের ৫০ ফুট উঁচুতে। তার গাছে ওঠার খবর ছড়িয়ে পড়তেই গাছের নীচে প্রচুর মানুষ ভিড় জমান।

খবর দেয়া হয় পু’লিশেও। পু’লিশ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কাজ শুরু হয়। একদল লোক ওই যুবককে বোঝানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে প্রশাসনের অপর টিম সিঁড়িসহ ক্রেন নিয়ে আসে।

এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য গাছের চারিদিকে গদিও পেতে দেয়া হয়। যদিও সবশেষে অনেক বোঝানোর পরে নীচে নেমে আসেন ওই যুবক। এরপর ওই যুবককে জি’জ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পু’লিশ।

যুবকের জানান, তার স্ত্রীর নাম সংগীতা বালা। তাকে শ্বশুর বাড়ির লোকেরা ভু’লিয়ে নিয়ে যায়। নিয়ে গিয়ে এখন আর আসতে দিচ্ছে না। সে এই ব্যাপারে আগে পু’লিশের দ্বারস্থও হয়েছিল বলে খবর।

কিন্তু কোনো আশাই তিনি পাননি। ফিরে আসেনি তার বউ। আর তাই ক্ষো’ভে ও হতাশায় শেষমেশ ৫০ ফুট উঁচু গাছে চড়লেন ওই যুবক।

About admin

Check Also

আবু ত্ব-হার মায়ের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ১০ জুন থেকে নিখোঁজ। সঙ্গে রয়েছেন তার সফরসঙ্গী আব্দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *