Home / লাইফস্টাইল / ৬ মাসের স’ন্তান রেখে আলাদা থাকছেন শুভশ্রী

৬ মাসের স’ন্তান রেখে আলাদা থাকছেন শুভশ্রী

ক’রোনা আ’ক্রান্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। মঙ্গলবার ইনস্টাগ্রামে ও ফেসবুকে পোস্ট করে নিজেই করোনা পজেটিভ হওয়ার খবর জানান শুভ্রশ্রী।

তিনি ক’রোনায় আ’ক্রান্ত হলেও ‍সুস্থ আছেন শুভশ্রীর স্বা’মী পরিচালক রাজ চ’ক্রবর্তী ও ছয় মাসের স’ন্তান। যদিও স্বা’মী রাজ এর আগে ক’রোনায় আ’ক্রান্ত হয়েছিলেন।

এদিকে আজ দুপুরে চিত্রনায়ক জিৎ এর ক’রোনায় আ’ক্রান্ত হওয়ার খবর জানান। তার খবরের পরই আসে শুভশ্রীর ক’রোনা পজেটিভ হওয়ার খবর।

ফেসবুকের এক বিবৃতিতে শুভশ্রী গাঙ্গু’লি জানিয়েছেন, তিনি ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন। তবে তার বাচ্চা সুস্থ আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

শুভশ্রী ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চ’ক্রবর্তীর স’ঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। গেল বছরের ১২ সেপ্টেম্বর পুত্রস’ন্তান আসে এই দম্পতির কোলে। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গু’লি।
৬ মাসের স’ন্তান রেখে আলাদা থাকছেন শুভশ্রী

ক’রোনা আ’ক্রান্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। মঙ্গলবার ইনস্টাগ্রামে ও ফেসবুকে পোস্ট করে নিজেই করোনা পজেটিভ হওয়ার খবর জানান শুভ্রশ্রী।

তিনি ক’রোনায় আ’ক্রান্ত হলেও ‍সুস্থ আছেন শুভশ্রীর স্বা’মী পরিচালক রাজ চ’ক্রবর্তী ও ছয় মাসের স’ন্তান। যদিও স্বা’মী রাজ এর আগে ক’রোনায় আ’ক্রান্ত হয়েছিলেন।

এদিকে আজ দুপুরে চিত্রনায়ক জিৎ এর ক’রোনায় আ’ক্রান্ত হওয়ার খবর জানান। তার খবরের পরই আসে শুভশ্রীর ক’রোনা পজেটিভ হওয়ার খবর।

ফেসবুকের এক বিবৃতিতে শুভশ্রী গাঙ্গু’লি জানিয়েছেন, তিনি ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন। তবে তার বাচ্চা সুস্থ আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

শুভশ্রী ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চ’ক্রবর্তীর স’ঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। গেল বছরের ১২ সেপ্টেম্বর পুত্রস’ন্তান আসে এই দম্পতির কোলে। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গু’লি।

ছোট্ট শি’শুর স’ঙ্গে এমন কাজ কীভাবে করলেন বরুণ?

আগামী ২৪ এপ্রিল বরুণ ধা’ওয়ানের জ’ন্ম’দিন। তবে তার আগেই অরুণাচল প্রদেশে ‘ভেড়িয়া’ ছবির সেটেই কেক কে’টে উদযাপন হল বরুণের জ’ন্ম’দিন।

কিন্তু কেক কা’টার সময় এ কী করলেন বরুণ! তাও আবার ছোট্ট একটি শি’শুর স’ঙ্গে! বরুণের এমন কাণ্ডে হতবাক ঘ’টনাস্থলে উপস্থিত কৃতি শ্যানন। তিনিই বি’ষয়টি প্রকাশ্যে এনেছেন।

ছোট্ট শি’শুর স’ঙ্গে কী এমন করেছেন বরুণ?

কৃতির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বরুণ যখন কেক কাটছেন, তখন বাবার কোলে উৎসুক দৃষ্টিতে কেকের দিকে তাকিয়ে ছোট্ট শি’শু কন্যা। বরুণ কেক কে’টে তোলার স’ঙ্গে শি’শুটি সেটি খাওয়ার আশায় মুখ খোলে। বরুণ ছোট্ট সেই শি’শুকে হতাশ করে কেকটি তার বাবাকে খাইয়ে দেয়।

দেখু’ন ভিডিওসহ

অগত্যা শি’শুটি হতাশ হয়েই তাকিয়ে রইল। ভিডিওটি শেয়ার করে কৃতি লিখেছেন, এই ভিডিওটি আপনার দিনটিই বদলে দিতে পারে। আমরা যেন সবাই ওখানে ছিলাম, তাই নয় কি? কিন্তু বিশ্বাস করতে পারছি না, বরুণ কীভাবে ওর স’ঙ্গে এমন করতে পারলো?

ভিডিওটির স’ঙ্গে কৃতি জুড়ে দিয়েছে, কেয়া সে কেয়া হো গেয়া বেওয়াফা গানটি।

বরুণ ধা’ওয়ান এই মুহূর্তে তার আগামী ছবি ‘ভেড়িয়া’র শুটিংয়ে এই মুহূর্তে অরুণাচল প্রদেশে রয়েছেন। ‘ভেড়িয়া’ ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে কৃতি শ্যাননকে। ২০১৫ সালে ‘দিলওয়ালে’র পর এটা বরুণ-নাতাশার দ্বিতীয় ছবি। ছবির পরিচালক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

About admin

Check Also

আবু ত্ব-হার মায়ের কাছে ফোন দিয়ে মুক্তিপণ দাবি

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ১০ জুন থেকে নিখোঁজ। সঙ্গে রয়েছেন তার সফরসঙ্গী আব্দুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *